থাইল্যান্ডে পানশালায় অভিযান: ৮৯ বিদেশি আটক
২৮ জানুয়ারি ২০২১ ১৭:৩৯ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২১ ১৭:৪০
নভেল করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে আরোপিত বিধি নিষেধ না মানার জেরে, থাইল্যান্ডের কো ফ্যানগান দ্বীপের একটি পানশালায় অভিযান চালিয়ে ৮৯ বিদেশিকে আটক করেছে পুলিশ। খবর বিবিসি।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ইন্টারনেটে বারের টিকেট বিক্রির কথা জানতে পেরে মঙ্গলবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে ফ্যানগান দ্বীপের থ্রি সিক্সটি বারে পুলিশি অভিযান চলে।
এ ব্যাপারে থাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অন্তত ১০ দেশের নাগরিক রয়েছেন। এছাড়াও, ওই পানশালার মালিকসহ ২২ থাই নাগরিককেও আটক করেছে তারা।
এদিকে, ওই অভিযানের প্রকাশিত ছবিগুলো থেকে দেখা যাচ্ছে থাইল্যান্ডের ওই পানশালায় ব্যাপক জনসমাগম হয়েছিল। যদিও, তাদের অধিকাংশই মাস্ক ব্যবহার করছিলেন।
অন্যদিকে, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাইল্যান্ডে এখন জরুরি ক্ষমতা ডিক্রি জারি করা হয়েছে। ওই ডিক্রি না মানার কারণে আটককৃতদের দুই বছর পর্যন্ত কারাদণ্ড কিংবা ৯৭৬ ইউরো জরিমানা করতে পারে আদালত।
প্রসঙ্গত, পূর্ণিমা রাতে ভ্রমণের জন্য ফ্যানগান দ্বীপ বিখ্যাত। খ্রিস্টিয় নববর্ষ উদযাপন করতে সেখানে ৩০ হাজারেরও বেশি পর্যটক জড়ো হয়েছিলেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।
সারাবাংলা/একেএম
অভিযান জরুরি ডিক্রি জারি থাইল্যান্ড নভেল করোনাভাইরাস পানশালা পুলিশ