Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্দোনেশিয়ার ক্যাম্প থেকে নিখোঁজ শতাধিক রোহিঙ্গা

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জানুয়ারি ২০২১ ১৭:১৪ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২১ ১৭:১৬

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় সমুদ্রতীরবর্তী ক্যাম্প থেকে অন্তত ১১২ রোহিঙ্গা শরণার্থী নিখোঁজ হয়েছেন। ধারণা করা হচ্ছে, তাদেরকে পার্শ্ববর্তী মালয়েশিয়ায় পাচার করা হয়েছে। খবর আল-জাজিরা।

এর আগে, ২০২০ সালের জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ইন্দোনেশিয়ায় গিয়ে হাজির হওয়া ৪০০ রোহিঙ্গা শরণার্থীকে ওই ক্যাম্পে পাঠনো হয়েছিল।

এ ব্যাপারে স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষ এবং জাতিসংঘ প্রতিনিধি দল কেউ কোনো তথ্য দিতে পারেনি বলে জানিয়েছে আল জাজিরা।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ইন্দোনেশিয়া সরকারের রোহিঙ্গা বিষয়ক টাস্কফোর্সের প্রধান রিদওয়ান জলিল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ওই রোহিঙ্গা শরণার্থীরা কোথায় আছেন সে ব্যাপারে তিনি কিছু জানেনা। তবে, তিনি ধারণা করেন, তারা পালিয়ে গেছেন। যেহেতু, শুরু থেকেই তারা পালিয়ে যাওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিলেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনারের (ইউএনএইচসিআর) একজন মুখপাত্র আল জাজিরাকে জানিয়েছেন, রোহিঙ্গা শরনার্থীদের অনেক আত্মীয় স্বজন বেশ আগে থেকেই মালয়েশিয়ার মতো দেশগুলোতে বসবাস করে আসছেন। তাই, শরণার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে মালয়েশিয়ায় পালিয়ে যেতে পারে। উদ্বেগের বিষয় হলো – তারা পালিয়ে যাওয়ার জন্য দালালের সহায়তা নিচ্ছেন।

সারাবাংলা/একেএম

ইন্দোনেশিয়া ক্যাম্প টপ নিউজ নিখোঁজ রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর