Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে পিকআপের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২১ ১৫:৩৫

প্রতীকী ছবি

হিলি: দিনাজপুরের হিলিতে পিকআপের ধাক্কায় অজ্ঞাতানামা দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে হিলি-দলারদরগা রাস্তার বোয়ালদাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হাকিমপুর থানার ওসি (তদন্ত) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হিলি বাজার থেকে মোটরসাইকেলের পার্টস নিয়ে বোয়ালদাড় হয়ে দলারদরগার দিকে যাচ্ছিলো দুই যুবক। এসময় তারা বোয়ালদাড়ের বিশাপাড়া নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাদের ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ওসি মোস্তাফিজার রহমান বলেন, স্থানীয় মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে ঘাতক পিকআপটিকে জব্দ করা এবং নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় পেলে দুইজনের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের হাতে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এসএসএ

নিহত পিকআপ মোটরসাইকেল আরোহী হিলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর