দনিয়া কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২১ ১৩:৩৬ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ ১৩:৩৮
২৫ জানুয়ারি ২০২১ ১৩:৩৬ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ ১৩:৩৮
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ির দনিয়া কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৫৫) এক ব্যক্তি মারা গেছেন। সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ (মিটফোর্ড) মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
যাত্রবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) কেএম আজিজুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানায়, সকাল ১১টার দিকে ধনিয়া কলেজের সামনে ঢাকা চিটাগাং হাইওয়ে রোডে কোনো যানবাহনের চাপায় ঘটনাস্থলে মারা যান অজ্ঞাত এক ব্যক্তি।
মৃত ব্যক্তির নাম পরিচয় কিছুই জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
সারাবাংলা/এসএসআর/এমও