নারায়ণগঞ্জে ডাকাতের হামলায় ট্রাকের হেলপার নিহত
২৫ জানুয়ারি ২০২১ ১০:০৫ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ ১০:০৬
নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলায় ডাকাতের হামলায় মালবাহী ট্রাকের হেলপার বিল্লাল হোসেন নিহত হয়েছেন। রোববার (২৪ জানুয়ারি) ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দৈবই এলাকায় এ ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত বিল্লাল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শাহীবাগ গ্রামের আবু কালামের ছেলে।
ওসি নজরুল ইসলাম জানান, রাতে ঢাকা থেকে সবজি বোঝাই ট্রাক নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল বিল্লাল। ভোরে ট্রাকটি আড়াইহাজারের দৈবই এলাকায় পৌঁছালে ৪-৫ জন ডাকাত ট্রাকটি থামিয়ে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেস্টা করে। এতে চালক ও হেলপারের সঙ্গে ডাকাতদের ধস্তাধস্তির এক পর্যায়ে ডাকাতরা বিল্লালকে ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যায় সে।
তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করার চেষ্টা চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসএসএ