Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেজাউলের পক্ষে একঝাঁক তারকা, নৌকার প্রচারে ভিন্নমাত্রা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২১ ১৮:৩৮ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২১ ২১:৩০

চট্টগ্রাম ব্যুরো: বড় কিংবা ছোট পর্দায় দেখা মেলে যাদের, অভিনয় দিয়ে যারা দর্শকের হৃদয়ে ঠাঁই করে নেন, সেই তারকা শিল্পীরা গিয়েছিলেন চট্টগ্রাম শহরে সাধারণ মানুষের মাঝে। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর জন্য নৌকা মার্কার ভোট চেয়ে তারা চষে বেড়িয়েছেন পুরো নগরী। নির্বাচনের একদম আগমুহূর্তে এসে রেজাউলের পক্ষে চলচ্চিত্র ও টেলিভিশনের এই তারকা শিল্পীদের নির্বাচনি প্রচারে যোগ হয়েছে ভিন্ন মাত্রা।

বিজ্ঞাপন

রোববার (২৪ জানুয়ারি) বিকেলে তারকাদের দেখা মেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে। সামিয়ানা টানানো একটি ট্রাকে চড়ে শিল্পীরা আসেন সেখানে। সঙ্গে ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দীন বাচ্চু এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। প্রেস ক্লাবের সামনে ট্রাক থামিয়ে সংক্ষিপ্ত সমাবেশ হয়, সেখানে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী এবং অভিনয় শিল্পীরাও।

বিজ্ঞাপন

শিল্পীদের মধ্যে ছিলেন- অরুণা বিশ্বাস, রিয়াজ আহমেদ, তারিন জাহান, তানভীন সুইটি, বিজরী বরকতউল্লাহ, মীর সাব্বির, অপু বিশ্বাস, সাইমন সাদিক ও মাহিয়া মাহী।

তারকাদের আসার খবর শুনে প্রেসক্লাবের সামনে দুপুর থেকেই ভিড় জমতে থাকে। ‘এসেছে আবার এসেছে ইলেকশন/ জিতবে নৌকা জিতবে জনগণ’ – এ গান বাজিয়ে তারকাদের বহনকারী ট্রাক যখন প্রেসক্লাবের সামনে আসে, তখন অন্যরকম উচ্ছ্বাস তৈরি হয়। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। স্লোগানে কণ্ঠ মেলান শিল্পীরাও।

শিল্পীদের পাশে রেখে নৌকা প্রতীকে ভোট চেয়ে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, ‘এ নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, এ নৌকা মুক্তিযুদ্ধের প্রতীক, এ নৌকা আমাদের স্বাধীনতা, আমাদের উন্নয়নের প্রতীক। যে দেশ একদিন মঙ্গার দেশ হিসেবে পরিচিতি পেয়েছিল, সেই দেশকে শেখ হাসিনা সারবিশ্বে ক্ষুধামুক্ত দেশ হিসেবে পরিচিতি এনে দিয়েছেন। জনগণ এখন সব জানে, সব বোঝে। তারা জানে, শেখ হাসিনার পাশে থাকলে দেশ হবে সমৃদ্ধ।’

তিনি বলেন, ‘সারাদেশের মতো চট্টগ্রামের জনগণও আজ ঐক্যবদ্ধ। ইনশল্লাহ ২৭ জানুয়ারি চট্টগ্রামের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে তাদের মেয়র উপহার দেবেন। আজ চলচ্চিত্র ও নাটকের শিল্পীরাও চট্টগ্রামের জনতার সঙ্গে এসে যোগ দিয়েছেন। উনারাও নৌকার জন্য ভোট চাচ্ছেন। কেন চাচ্ছেন? কারণ নৌকা প্রতীক জিতলে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত থাকবে। নৌকা প্রতীক জিতলে চট্টগ্রাম হবে উন্নত-সমৃদ্ধ। সেজন্য শুধু শিল্পী নয়, সব শ্রেণিপেশার মানুষ আজ নৌকার জন্য ঐক্যবদ্ধ। মানুষের সম্মিলিত শক্তিকে রুখবার সাধ্য কারও নেই।’

নৌকায় ভোট চেয়ে অরুণা বিশ্বাস বলেন, ‘রেজাউল করিম চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা। উনাকে মনোনয়ন দিয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা। আমরা জননেত্রী শেখ হাসিনার প্রার্থীর জন্য চট্টগ্রামবাসীর কাছে সমর্থন চাইতে এসেছি।’

রিয়াজ আহমেদ বলেন, ‘চট্টগ্রামে এত উন্নয়ন হয়েছে, চোখে না দেখলে বিশ্বাস হয় না। যেখানেই যাচ্ছি, মনে হয়েছে বিদেশের কোনো রাস্তা দিয়ে যাচ্ছি। ইউরোপ-আমেরিকার রাস্তা দিয়ে যাচ্ছি। রেজাউল করিম চৌধুরী একজন সৎ ও যোগ্য মানুষ। উনার নেতৃত্বে আশা করি আরও উন্নয়ন হবে। চট্টগ্রাম বদলে যাবে।’

মীর সাব্বির বলেন, ‘রেজাউল করিম চৌধুরী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রার্থী। উনার পাশে আমরা সবাই আছি। আপনারা যদি আমাদের ভালোবাসেন, তাহলে আমাদের ভালোবাসার মানুষ রেজাউল করিম চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দেবেন।’

তানভীন সুইটি বলেন, ‘রেজাউল করিম চৌধুরী যোগ্য মানুষ। না হলে উনাকে প্রধানমন্ত্রী মনোনয়ন দিতেন না। আমাদের প্রধানমন্ত্রী কখনো ভুল মানুষকে মনোনয়ন দেন না। সারা বাংলাদেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। চট্টগ্রামবাসীও আশা করি উন্নয়নের পক্ষে রায় দেবেন।’

বিজরি বরকতউল্লাহ বলেন, ‘রেজাউল করিম চৌধুরী মুক্তিযুদ্ধের পক্ষের একজন প্রার্থী। চট্টগ্রামবাসী উনাকে ভোট দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখবেন।’

অপু বিশ্বাস বলেন, ‘আমরা চট্টগ্রাম শহরে ঘুরে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি, নৌকার জয় হবেই। রেজাউল করিম চৌধুরী মেয়র পদে জিতবেন এতে কোনো সন্দেহ নেই।’

সাইমন সাদিক-মাহিয়া মাহীসহ সব শিল্পীরা নৌকায় ভোট চেয়ে স্লোগান দেন।

যুবলীগ নেতা মহিউদ্দীন বাচ্চু জানিয়েছেন, নগরীর জিইসি মোড় থেকে শুরু করে অর্ধশতাধিক স্পটে শিল্পীরা প্রচারণা চালিয়েছেন।

মহসিন কলেজ ছাত্রলীগের প্রচারণা

এদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর সমর্থনে দিনভর নগরীর এনায়েতবাজার ওয়ার্ডে প্রচারণা চালিয়েছে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ। এসময় ওই ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী সলিমউল্লাহ বাচ্চু এবং নীলু নাগের জন্যও ভোট প্রার্থনা করেন ছাত্রলীগের নেতারা।

প্রচারণার সময় পথসভায় মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, মোহাম্মদ জাহেদ, দেলোয়ার হোসেন, হোসাইন আহম্মেদ রুবেল, রুবেল সিকদার, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহসভাপতি মনিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা তুষার, মামুনুর রশীদ রাইহান, মো. রুবেল, চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের উপ-সম্পাদক মোহাম্মদ জানে আলম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন রাব্বী, তথ্য ও গবেষণা বিষয়ক উপ-সম্পাদক মোহাম্মদ এনাম, ক্রীড়া বিষয়ক উপসম্পাদক এস এম সাইফুল, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক উপসম্পাদক রাকিন মাহাতাব রাফি, পতেঙ্গা থানা ছাত্রলীগের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসান, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা এম ইউ সোহেল, আহাদ হাসান জিসান, জুলফিকার চৌধুরী মুবিন, নাজিম উদ্দিন, মঈনুল হোসেন, হাবিবুর রহমান সুজন, ফারহান উদ্দীন ও আরিফুল ইসলাম।

সারাবাংলা/আরডি/এমআই

টপ নিউজ নির্বাচন সিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর