বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে: শিক্ষামন্ত্রী
২৪ জানুয়ারি ২০২১ ১৩:৪৫ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২১ ১৩:৫৪
ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
রোববার (২৪ জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিল ২০২১ বিলের ওপর জনমত যাচাই-বাছাইয়ের প্রস্তাবের ওপর এমপিদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একথা বলেন।
তিনি বলেন, অটোপাশের পর শিক্ষার্থীরা পরবর্তী পর্যায়ে কীভাবে যাবে সে বিষয়ে কোনো কোনো সংসদ সদস্য সংশয় প্রকাশ করেছেন। পরবর্তী পর্যায়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হবে। আশা করছি সেটি গুচ্ছ পদ্ধতিতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, এখন পর্যন্ত ৪টি বিশ্ববিদ্যালয় ছাড়া সকল বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। এখন ইউজিসির সহায়তায় আমাদের মুডালিটিটা কী হবে সেটি পুরোপুরি নির্ধারিত হবে। আশাকরছি স্বাস্থ্যবিধি মেনে খুব শিগগিরই এই পরীক্ষা পদ্ধতিতে যেতে পারব।
তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে, গুচ্ছ পদ্ধতিতে যাওয়ার যে সুফলগুলো রয়েছে, সেক্ষেত্রে শিক্ষার্থীদের হয়রানি একেবারেই কমে যাবে। অভিভাবকদের আর্থিক সাশ্রয় হবে। এই মহামারির সময়ে লাখ লাখ শিক্ষার্থী যদি এক বিশ্ববিদ্যালয় থেকে আরেক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার জন্য ছুটে বেড়ায়, তাতে সংক্রমণ বাড়ার সম্ভাবনা রয়েছে। এই পদ্ধতিতে সেই অবস্থাটিকে আমরা এড়াতে পারব।
সারাবাংলা/এএইচএইচ/এসএসএ
গুচ্ছ পদ্ধতি টপ নিউজ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শিক্ষামন্ত্রী