Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরাফাত রহমানের কবরে বিএনপির শ্রদ্ধা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২১ ১২:৫৫ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২১ ১৩:২২

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

ষষ্ঠ মৃতুবার্ষিকী উপলক্ষে রোববার (২৪ জানুয়ারি) সকালে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবরে পুষ্পার্ঘ অর্পণ, কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার আব্দুস কদ্দুস, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুন্সী বজলুল বাসিত আঞ্জু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম নকী, ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর, ওলামা দলের আহ্বায়ক হাফেজ শাহ্ মোহাম্মদ নেসারুল হক, জাসাসের সহ-সভাপতি শাহরিয়ার ইসলাম শায়লা, সিনিয়র সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন প্রমুখ।

মহানগর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এ জি এম শামসুল হক, শামমীম পারভেজ, মোহম্মদপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হাফিজ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডি জেড এম হাসান বিন সোহাগ।

কবর জিয়ারতের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘আরাফাত রহমান কোকো রাজনীতি করতেন না, তিনি ক্রীড়া সংগঠক ছিলেন। ক্রিকেটকে মনে প্রাণে পছন্দ করতেন। বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে তার অগ্রণী ভূমিকা রয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘অন্যায় ভাবে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে গ্রেফতার করে এক/এগারোর সরকার আরাফাত রহমানকে কারাগারে রেখে জুলুম নিপীড়ন করেছে। আমরা মনে করি, কারাগারে থাকা অবস্থায় তার ওপর যে নির্যাতন হয়েছে, সেই ধকল তিনি কাটিয়ে উঠতে পারেননি। তাই তিনি মালয়েশিয়া চিকিৎসাধীন থাকা অবস্থায় আমরা তাকে হারিয়েছি। আমরা আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

এর আগে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরাফাত রহমান কোকোর কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে জানান— আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার (২৪ জানুয়ারি) বিকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হবে। সোমবার (২৫ জানুয়ারি) দুপুর ২ টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এ সব অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে দলীয় নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ, ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন আরাফাত রহমান কোকো। সে সময় বেগম খালেদা জিয়ার ডাকে সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ ও দফায় দফায় হরতাল কর্মসূচি পালন করছিল বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো। সেই হরতাল অবরোধের মধ্যেই আরাফাত রহমান কোকোর মরদেহ ঢাকায় এনে যথাযোগ্য মর্যাদায় বনানী কবরস্থানে দাফন করা হয়।

সারাবাংলা/এজেড/এএম

আরাফাত রহমান কোকো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর