Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সিগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২১ ১২:৩৩ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২১ ১২:৩৮

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জ: গজারিয়া উপজেলার ভবেরচর কলেজ রোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ জানুয়ারি) রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যান চালক আল-আমিনসহ কাভার্ডভ্যানটি আটক করেছে পুলিশ।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, ঢাকা হাজারীবাগ এলাকার নাহিদ উল্লাহ (২৬) ও পলাশ (২৭)।

নিহত নাহিদ উল্লাহর বড় ভাই সালাউদ্দিন খোকা জানান, নাহিদ মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। বন্ধুদের নিয়ে রাঙ্গামাটি যাওয়ার উদ্দেশে শনিবার রাত দশটার দিকে বাসা থেকে বের হয়েছিল সে। তিনটি মোটরসাইকেলে ৬ জন মিলে রাঙ্গামাটি যাচ্ছিল তারা। ভবেরচর এলাকায় দুর্ঘটনায় তার বন্ধু পলাশসহ তার মৃত্যু হয়। পুলিশের কাছ থেকে রাত তিনটার দিকে তারা এই দুর্ঘটনার খবর পান।

ইনচার্জ মো. সালাহউদ্দিন জানান, শনিবার রাত দুইটার দিকে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘাতক কাভার্ডভ্যানটির চালক আল-আমিনকে আটক করা হয়েছে, তবে চালকের সহকারী পালিয়ে গেছে। লাশ এবং কাভার্ডভ্যান বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

সারাবাংলা/এসএসএ

দুর্ঘটনা নিহত সড়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর