Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়ার ‘মাদক সম্রাট’ সে চি লপ নেদারল্যান্ডসে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জানুয়ারি ২০২১ ১১:৪২

বিশ্বের অন্যতম মাদক ব্যবসায়ী চীনা বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক সে চি লপকে গ্রেফতার করেছে নেদারল্যান্ডস পুলিশ। অস্ট্রেলিয়ার জারি করা গ্রেফতারি পরোয়ানায় আমস্টার্ডামের শিপোল বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, এশিয়াজুড়ে ৭০ বিলিয়ন ডলারের অবৈধ মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে তার প্রতিষ্ঠান ‘দ্য কোম্পানি’। মেক্সিকোর মাদক সম্রাট এল চাপোর সঙ্গে তুলনা করে সে চি লপকে বলা হয় ‘এশিয়ার এল চাপো’।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের দাবি, তাদের দেশে প্রবেশ করা অবৈধ মাদকের ৭০ শতাংশের জন্য দায়ী সে চি লপের প্রতিষ্ঠান ‘দ্য কোম্পানি’। অনেকের কাছে এই প্রতিষ্ঠান ‘স্যাম গোর সিন্ডিকেট’ নামেও পরিচিত।

বিজ্ঞাপন
সারাবাংলা/এএম
বিজ্ঞাপন

আরো