Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হানিফ ফ্লাইওভারে বাসচাপায় কমিউনিটি পুলিশসহ নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২১ ১৮:২১

প্রতীকী ছবি

রাজধানীর হানিফ ফ্লাইওভারে যাত্রীবাহী বাসচাপায় এক কমিউনিটি পুলিশ ও এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে জয়কালী মন্দির সংলগ্ন হানিফ ফ্লাইওভারের উপরে এই দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, মোটরসাইকেল আরোহীর কাছে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে পরিচয় পাওয়া গেছে। তার নাম আক্তার হোসেন (৩৬), বাবার নাম মৃত আব্দুর রউফ মিয়া। বাড়ি মিরপুর সেনপাড়া মনিপুর। কমিউনিটি পুলিশের নাম মফিজুল ইসলাম (৪০)। তার বিস্তারিত ঠিকানা জানা যায়নি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কমিউনিটি পুলিশ সদস্য মোজাম্মেল হোসেন জানান, ওয়ারী জয়কালী মন্দির সংলগ্ন হানিফ ফ্লাইওভারের উপরে গুলিস্তানগামী জৈনপুর পরিবহনের একটি বাস মোটরসাইকেল আরোহী ও কমিউনিটি পুলিশকে চাপা দেয়। পরে আহত অবস্থায় দুইজনকে আমরা ঢাকা মেডিকেল এ নিয়ে আসলে দুজনই মারা যায়। স্থানীয়রা বাসটিকে ধরে ফেলেছে।

সারাবাংলা /এসএসআর/এসএসএ

টপ নিউজ নিহত বাসচাপা রাজধানী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর