Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনুপ্রবেশের দায়ে বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২১ ২১:২২ | আপডেট: ২২ জানুয়ারি ২০২১ ২২:১১

নওগাঁ: অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা বিওপি এলাকা থেকে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার (২২ জানুয়ারি) সকালে তাকে আটক করে বিএসএফ। আটক মোশাররফ হোসেন (৩৫) নওগাঁর পোরশা উপজেলার রাঙ্গাপুকুর গ্রামের নুরুন্নবীর ছেলে।

নওগাঁ ১৬ বিজিবি’র সিইও লেফটেন্যান্ট কর্নেল কবির জানান, শুক্রবার সকালে মোশাররফ গরু আনতে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ১৫৯ নম্বর ব্যাটালিয়নের টেক্কাপাড়া ক্যাম্পের দায়িত্বরত জোয়ানেরা তাকে আটক করেছে।

তিনি বলেন, আটক মোশাররফ হোসেনকে উদ্ধারে বিজিবির তরফ থেকে বিএসএফের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/টিআর

অবৈধ অনুপ্রবেশ বাংলাদেশি আটক বিএসএফ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী