Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগদাদ বিস্ফোরণ: আইএস’র দায় স্বীকার, মৃত্যু বেড়ে ৩২

আন্তর্জাতিক ডেস্ক
২২ জানুয়ারি ২০২১ ১৬:২৭ | আপডেট: ২২ জানুয়ারি ২০২১ ১৯:১৯

ইরাকের রাজধানী বাগদাদের তায়ারান স্কয়ারে জোড়া আত্মঘাতী বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ক ইসলামিক স্টেট (আইএস)। খবর আল জাজিরা।

বৃহস্পতিবারের (২১ জানুয়ারি) ওই বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন শতাধিক।

এ ব্যাপারে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম বোমা বহনকারী পুরাতন কাপড়ের বাজারে হাজির হয়ে অসুস্থতার অভিনয় করে। পরে, তাকে সাহায্য করতে লোকজন এগিয়ে আসলে সে বোমার বিস্ফোরণ ঘটায়।

ওই বিস্ফোরণের ঘটনায় হতাহতদের সহযোগিতায় আরও মানুষ জড়ো হলে দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

দিনভর কোনো গ্রুপ ওই হামলার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার না করলেও মধ্যরাতের পর আইএস তাদের মুখপাত্র মারফত ওই হামলার দায় স্বীকার করে।

এর আগে, ইরাকে ২০১৮ সালের জানুয়ারিতে সর্বশেষ জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সে সময় ৩৫ প্রাণহানি এবং ৯০ জন আহত হয়েছিলেন।

সারাবাংলা/একেএম

আইএস বাগদাদ বিস্ফোরণ মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর