Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২১ ১৬:১৬

প্রতীকী ছবি

ঠাকুরগাঁও: সদর উপজেলার রুহিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. হাসেন (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন হৃদয় নামে আরও একজন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকালে ভেলারহাট টু ব্যারিস্টার সড়কের রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত হাসেন সদর উপজেলার রুহিয়া থানার আখানগর ইউনিয়নের বারবটিয়া গ্রামের রফিকুল ইসলাম ছেলে। আহত হৃদয় একই গ্রামের মো. আলম হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভেলারহাট টু ব্যারিস্টার সড়কের রেলগেট এলাকায় একটি মোটরসাইকেল মোড় ঘুরাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় দুই মোটরসাইকেল আরোহী হৃদয় ও হাসেন গুরুতর আহত হন।  স্থানীয়রা আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হাসেনেরমৃত্যু হয়। হৃদয় চিকিৎসাধীন আছেন।

ওসি চিত্তরঞ্জন রায় জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সারাবাংলা/এসএসএ

ঠাকুরগাঁও নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর