বান্দরবানে চাঁদের গাড়ি খাদে, নিহত ৩
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২১ ১৩:০৮ | আপডেট: ২১ জানুয়ারি ২০২১ ১৫:০২
২১ জানুয়ারি ২০২১ ১৩:০৮ | আপডেট: ২১ জানুয়ারি ২০২১ ১৫:০২
বান্দরবান: থানচি উপজেলার থানচি-লিক্রি সড়কের তিন কিলোমিটার নামক স্থানে চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৫ শ্রমিক।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনও হতাহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে থানচি বাজার থেকে মালামাল বোঝাই করে লিক্রি সড়কের তিন কিলোমিটার স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এসময় গাড়িতে থাকা ৩ শ্রমিক ঘটনাস্থলেই নিহত ও ৫ জন আহত হন।
ওসি মো. সাইফুদ্দিন জানান, নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
সারাবাংলা/এসএসএ