সুনামগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর
২০ জানুয়ারি ২০২১ ১৯:৩২ | আপডেট: ২০ জানুয়ারি ২০২১ ১৯:৫৮
সুনামগঞ্জ: সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে বাসের ধাক্কায় পিষ্ট হয়ে আজিজুর রহমান (১০) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) দুপুরে শান্তিগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাজি মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত শিশু আজিজুর রহমান দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের এমদাদুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে শিশুটি রাস্তার পাশে তার বাবার সাথে দাঁড়িয়েছিল। এসময় একাই রাস্তা পার হতে গিয়ে সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়া বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয় আজিজুর।
দক্ষিণ সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কামাল পাশা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি শিশুটি ঘটনাস্থলেই নিহত হয়েছে। পরে তাকে উদ্ধার করে দক্ষিণ সুনামগঞ্জ থানায় হস্তান্তর করি।
সারাবাংলা/এসএসএ