Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল ইমিগ্রেশনে ভুয়া সিআইডি কর্মকর্তা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২১ ১৬:২৯

বেনাপোল: ইমিগ্রেশন এলাকা থেকে মনির হোসেন নামে এক ভুয়া সিআইডি কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। বুধবার (২০ জানুয়ারি) দুপুরে তাকে আটক করা হয়। ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক মনির হোসেন কাস্টমস অফিসারের টেবিলে এসে দেশে প্রবেশ করা এক বাংলাদেশিকে ধমক দিয়ে জানতে চান, কাস্টমস অফিসার তার কাছ থেকে কত টাকা নিয়েছে। এসময় কাস্টমস অফিসার তার পরিচয় জানতে চাইলে সে নিজেকে সিআইডি কর্মকর্তা বলে পরিচয় দেয়। সন্দেহ হলে তার পরিচয়পত্র যাচাই করে দেখা যায় সে ভুয়া কর্মকর্তা।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এসএসএ

আটক ইমিগ্রেশন বেনাপোল ভুয়া কর্মকর্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর