Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২১ ১০:৫২ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ১৪:৫০

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: সীতাকুণ্ড উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। সোমবার (১৮ জানুয়ারি) ভোরে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারিটোলায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তবে বয়স আনুমানিক ৫৫ বছর হতে পারে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, সাগরপথে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ১০-১২ জনের একটি দল ডাকাতির উদ্দেশ্যে মান্দারিটোলায় আসে। স্থানীয়রা দেখতে পেয়ে তাদের ধাওয়া দেয়। এসময় অন্যরা পালাতে পারলেও ওই ব্যক্তি ধরা পড়ে যায়। পুলিশ খবর পেয়ে গণপিটুনিতে গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/আরডি/এসএসএ

গণপিটুনি চট্টগ্রাম ডাকাত নিহত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর