Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২১ ১০:২৭ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২১ ১৩:৪১
bimanbondor accident

ঢাকা: রাজধানীর বিমানবন্দর সড়কে পদ্মাওয়েল গেটের পাশে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আকাশ ইকবাল (৩৩) ও তার স্ত্রী মায়া হাজারিকা (২৫)। তারা রাজধানীর দক্ষিণখান মোল্লারটেক এলাকার বাসিন্দা।

বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মশিউল আলম জানান, সকালে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে যাওয়ার সময় পদ্মাওয়েল গেটের পাশে আজমেরী পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

তিনি আরও জানান, বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে কাজ করছে পুলিশ। ঘাতক বাসটিকে জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছে।

বিজ্ঞাপন
সারাবাংলা /এসএসআর/এসএসএ
বিজ্ঞাপন

আরো