Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ধাওয়া খাওয়া’র ৭ দিন পর তারেক-ফখরুলের বিরুদ্ধে মামলার আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২১ ১৬:২৩ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ১৬:৪৭

ঢাকা: শপিং করতে গিয়ে কয়েকজন যুবকের কাছে ‘ধাওয়া খাওয়ার’ ৭ দিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলার আবেদন করেছেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক।

রোববার (১৭ জানুয়ারি) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমানচন্দ্র মণ্ডলের আদালতে তিনি মামলার আবেদন জমা দেন। এদিন বাদীর জবানবন্দি শেষে আদালত পরে আদেশ দেওয়ার কথা বলেন।

বিজ্ঞাপন

এর আগে, গত ১০ জানুয়ারি রাজধানীর মুক্তবাংলা শপিং কমপ্লেক্সে কেনাকাটা করতে যান এ বি সিদ্দিক।

মামলার আবেদনে তারেক জিয়া ও ফখরুলসহ অন্য অভিযুক্তরা হলেন বিএনপির মহানগর উত্তর কমিটির সভাপতি রবিউল আওয়াল সোহেল, জামায়াত নেতা হাফেজ মো. আফজাল হোসেন, মো. মজিবুর রহমান, মো. আব্দুল করিম, মো. আব্দুল হালিমসহ আরও ১০-১২ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি।

মামলার অভিযোগ থেকে জানা যায়, কেনাকাটা করার সময় সেখানে এক  যুবক এসে সালাম দিয়ে বলে আপনি জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক? আপনি কি সেই ব্যক্তি যিনি খালেদ জিয়া, তারেক রহমানের বিরুদ্ধে মামলা করেছেন?

পরে ওই যুবকের গতিবিধি সন্দেহ হওয়ায় এ বি সিদ্দিক দ্রুত গাড়িতে গিয়ে বসেন তিনি।

তখন ওই ব্যক্তি গাড়ি থামাতে বললে ড্রাইভার গাড়ি না থামিয়ে রাস্তা ফাঁকা পেয়ে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলে কিছু লোক ধর ধর বলে দৌড়াতে থাকে। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন ধাওয়াকারীরা সবাই বিএনপি নেতা রবিউল আলম সোহেলের ক্যাডার।

এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলামের হাত রয়েছে বলে মনে করেন মামলার বাদী।

বিজ্ঞাপন

ধাওয়া খাওয়া পর বিষয়টি জানিয়ে  মিরপুরের শাহ আলী থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন এ বি সিদ্দিক।

সারাবাংলা/এআই/এসএসএ

এবি সিদ্দিক টপ নিউজ তারেক রহমান মামলা মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর