Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেরপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২১ ১৪:৩৪

শেরপুর: নকলা উপজেলায় ট্রলির ধাক্কায় তানভীর নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার জালালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত তানভীর আন্ধারিয়া এলাকার আব্দুল হালিমের ছেলে।

পুলিশ জানায়, আব্দুল হালিম তার ছেলে তানভীরকে ঢাকা পাঠানোর জন্য বাড়ি থেকে ভ্যানগাড়িতে চড়ে নকলা যাচ্ছিলো। এসময় জালালপুর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি ভ্যানগাড়িটিকে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন এবং আব্দুল হালিমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

সারাবাংলা/ এসএসএ

নিহত মাদ্রাসা শিক্ষার্থী শেরপুর সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর