উগান্ডায় নির্বাচন নিয়ে উত্তেজনা, ইন্টারনেট বন্ধ
১৪ জানুয়ারি ২০২১ ২০:৪১ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২১ ২০:৫৯
আফ্রিকার দেশ উগান্ডার সাধারণ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ শুরু করেছেন নাগরিকরা। প্রেসিডেন্ট পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও, জনগণের ভোটে ৫২৯ সংসদ সদস্যও নির্বাচিত হবেন। খবর বিবিসি।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দেশব্যাপী ইন্টারনেট বন্ধ করে দেওয়ার খবর মিলেছে। পাশাপাশি, সাধারণ নির্বাচন নিয়ে দেশটির সর্বত্র উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।
এরই মধ্যে, নির্বাচনি সহিংসতায় উগান্ডায় প্রাণ হারিয়েছেন কয়েক ডজন মানুষ – জানিয়েছে বিবিসি।
এদিকে, ছয় মেয়াদে ক্ষমতায় থাকা উগান্ডার শীর্ষ নেতা ৭৬ বছর বয়সী ইওভেরি মুসাভেনিকে ভোটের লড়াইয়ে চ্যালেঞ্জ জানাচ্ছেন দেশটির জনপ্রিয় রেগে গায়ক ৩৮ বছর বয়সী ববি ওয়াইন।
বিবিসি জানাচ্ছে, স্থানীয় সময় সকাল সাতটায় ভোটকেন্দ্রগুলো চালু হয়েছে। তবে, কোনো কোনো এলাকায় ব্যালট পেপার দেরিতে পৌঁছানোর কারণে ভোট গ্রহণ শুরু হতে কিছুটা দেরি হয়েছে।
এ ব্যাপারে রাজধানী কাম্পালা থেকে বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, ভোটকেন্দ্র খুলতে দেরি হওয়ায় লাইনে দাঁড়ানো ভোটাররা কিছুটা উত্তেজিত প্রতিক্রিয়া দেখিয়েছেন।
অন্যদিকে, ভোট গ্রহণ শেষ হবে স্থানীয় সময় বিকেল চারটায়। শনিবার (১৬ জানুয়ারি) নাগাদ ভোটের ফলাফল জানা যাবে।
ওদিকে, দেশজুড়ে ইন্টারনেট ব্যবস্থা কার্যকর না থাকায় ভোটারদের পরিচয় কেন্দ্রীয় সার্ভার থেকে নিশ্চিতকরণে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। যদিও, এ ব্যাপারে উগান্ডার নির্বাচন কমিশনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পাশাপাশি, উগান্ডার সাধারণ নির্বাচন স্বচ্ছ এবং গ্রহণযোগ্য হচ্ছে কিনা – এ ব্যাপারে দ্বিধাবিভক্ত মতামত আসছে। দেশটির সরকারি কর্তৃপক্ষ দাবি করছেন নির্বাচন যথাযথ নিয়ম মেনেই আয়োজন করা হয়েছে। কিন্তু, যুক্তরাষ্ট্রভিত্তিক নির্বাচন পর্যবেক্ষকরা বিবিসিকে জানিয়েছেন – ক্ষমতাসীন ইওভেরি মুসাভেনি নির্বাচনি প্রক্রিয়ায় প্রভাব খাটানোর চেষ্টা করছেন।
সারাবাংলা/একেএম