পি কে হালদারের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি
৮ জানুয়ারি ২০২১ ১৮:২৯ | আপডেট: ৮ জানুয়ারি ২০২১ ২১:২৫
ঢাকা: এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পি কে হালদার) হালদারের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল।
শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) অর্থাৎ ইন্টারপোলের ঢাকা শাখার অনুরোধে ইন্টারপোল রেড নোটিশটি জারি করে।
এআইজি সোহেল রানা জানান, বাংলাদেশ পুলিশের ইন্টারপোল শাখা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় নথিসহ ইন্টারপোল সদর দফতরে আবেদন পাঠায়। নথি যাচাই-বাছাইয়ের পর ইন্টারপোল রেড অ্যালার্টটি অনুমোদন করে।
ইন্টারপোলের কেন্দ্রীয় ওয়েবসাইটে রেড অ্যালার্টটি প্রকাশের পাশাপাশি তা সারাবিশ্বে বিভিন্ন দেশে ইন্টারপোলের শাখাগুলোতে পাঠানো হয়েছে।
রেড অ্যালার্টটি আগামী পাঁচ বছরের জন্য জারি থাকবে।
এর আগে, গত বুধবার (৬ জানুয়ারি) গণমাধ্যমে রেড অ্যালার্ট জারির খবর প্রকাশিত হয়েছিল। তবে তা সঠিক ছিল না। পরে বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্স থেকে খোলসা করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওইদিন পি কে হালদারের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির অনুরোধ করা হয়েছিল।
উল্লেখ্য, আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকের হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশে পাচারের অভিযোগ উঠেছে পি কে হালদারের বিরুদ্ধে। বর্তমানে তিনি বিদেশে আত্মগোপনে আছেন।
বিদেশে পলাতক আসামি প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দায়ের করা দুর্নীতি দমন আইন, ২০০৪ এর ২১ (১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন
পি কে হালদারকে গ্রেফতারে ইন্টারপোলের কাছে আবেদন
পি কে হালদারের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ
পি কে হালদারের ৭ সহযোগিকে দুদকের তলব
পি কে হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
পি কে হালদারের আত্মীয় শঙ্খ বেপারি ৩ দিনের রিমান্ডে
পি কে হালদারসহ পলাতক আসামিদের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা