Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পি কে হালদারের ৭ সহযোগিকে দুদকের তলব


৬ জানুয়ারি ২০২১ ১৯:৫৬

ঢাকা: অর্থ আত্মসাৎ ও অর্থপাচারে অভিযুক্ত বিদেশে পলাতক পি কে হালদারের বিষয়ে জানতে তার সাত ঘনিষ্ঠ সহযোগিকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৬ জানুয়ারি) একথা জানান দুদকের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।

তিনি জানান, পি কে হালদারের বিষয়ে জানতে তার সঙ্গে সংশ্লিষ্ট সাত জনকে আগামী ১১, ১২ ও ১৩ জানুয়ারি দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। তলবকৃতদের মধ্যে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান ও সাবেক পরিচালক আরেফিন সামসুল আলামিনকে ১১ জানুয়ারি হাজির হতে বলা হয়। এছাড়া, ন্যাচার এন্টারপ্রাইজ ও এমটিবি মেরিন লিমিটেডের মালিক নওশের উল ইসলাম ও তার স্ত্রী মমতাজ বেগম এবং এমটিবি মেরিন লিমিটেডের মালিক সনজিব কুমার হাওলাদারকে ১২ জানুয়ারি এবং এমটিবি মেরিন লিমিটেডের অপর মালিক বাসুদেব ব্যানার্জি ও ন্যাচার এন্টার প্রাইজের মালিক পাপিয়া ব্যানার্জিকে ১৩ জানুয়ারি সকাল ১০টায় দুদকে হাজির হওয়ার জন্য বলা হয়েছে নোটিশে।

তলব দুদক পি কে হালদার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর