Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এখনো যেখানে করোনা নেই


৬ জানুয়ারি ২০২১ ১৯:২৬

নভেল করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ সারা পৃথিবী বিপর্যস্ত। করোনা আক্রান্ত এবং মৃত্যুর মিছিল দিনকে দিন বেড়েই চলেছে।

কিন্তু, এর মধ্যেও পৃথিবীর এমন কিছু জায়গা রয়েছে এখনো যেখানে কোনো করোনা নেই। তাই, সেই অঞ্চলগুলোতে মাস্ক ব্যবহার নিয়ে বাড়াবাড়ি নেই, জমায়েতে বিধি নিষেধ নেই এমনকি শারীরিক দূরত্ব মেনে চলারও কোনো বালাই নেই।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বিশ্বের এখন পর্যন্ত করোনামুক্ত অঞ্চলগুলোর ব্যাপারে বলা হয়েছে। সারাবাংলার পাঠকদের জন্য তা তুলে ধরা হলো।

বিশ্বের করোনামুক্ত অঞ্চলগুলোর অধিকাংশই প্রশান্ত মহাসাগরীয় প্রত্যন্ত দ্বীপরাষ্ট্র। কুক আইল্যান্ডসের অন্তর্গত রারোটোঙ্গা, সবচেয়ে জনবহুল দ্বীপ। সাড়ে ১৭ হাজার মানুষের জন্য সেখানে চিকিৎসক রয়েছেন ২২ জন। করোনা সংক্রমণের শুরুর দিকে কয়েক সপ্তাহ সেখানে গণজমায়েত স্থলে শারীরিক দূরত্ব মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে, তা প্রত্যাহার করে নেওয়া হয়।

এ ব্যাপারে সেখানকার অধিবাসী গ্লেন্ডা তুয়াইনে বলেছেন, মহামারি মোকাবিলায় তারা নিজেদেরকে কতখানি প্রস্তুত করতে পেরেছেন তারচেয়েও বড় ব্যাপার হলো তারা একটা সুরক্ষা বলয়ের মধ্যে বসবাস করছেন।

এদিকে, কুক আইল্যান্ডসের দুই-তৃতীয়াংশ জাতীয় আয়ের উৎস পর্যটন। কিন্তু, মার্চের মাঝামাঝি থেকে আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে রাখার কারণে সেখানকার পর্যটন খাত মৃতপ্রায়। অর্থনীতির চাকা সচল রাখতে রাষ্ট্রীয় প্রণোদনার ওপর নির্ভর করতে হচ্ছে।

এ ব্যাপারে রারোটোঙ্গার প্রধানমন্ত্রী মার্ক ব্রাউন জানিয়েছেন, সীমান্ত বন্ধ করে দেওয়ার মাধ্যমে তার দেশে নাগরিকদের অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন করা হয়েছে। তবে, এমন দৈন্যদশার মধ্যেও দেশে সমাজবদ্ধ হওয়ার চেতনা প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ব্রাউন। সীমিত পরিসরে নিউজিল্যান্ডের সঙ্গে পর্যটন শুরুর ব্যাপারে ভাবছে দেশটির কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

অন্যদিকে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোর সীমান্ত বন্ধ করে দেওয়ার মাধ্যমে করোনা সংক্রমণ শূণ্যের কোটায় রাখা সম্ভব হয়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। টোঙ্গা, কিরিবাতি, নিউই, নাওরো, টুভ্যালু সব অঞ্চলই একই রকম কঠোর নীতি নিয়েছিল।

এছাড়াও, বিমান যোগাযোগের বাইরে থাকা টোকেলাউ, পালাউ এবং পিটসাইরন দ্বীপও এখন পর্যন্ত করোনা সংক্রমণমুক্ত। যদিও, পালাউতে কোনো করোনা সংক্রমণের ইতিহাস নেই। তারপরও, যুক্তরাষ্ট্র সেখানে ২৮০০ ডোজ মডার্নার করোনা টিকা বরাদ্দ দিয়েছে।

কিরিবাতি কুক আইল্যান্ডস টুভ্যালু টোকেলাউ টোঙ্গা নাওরো নিউই নিউজিল্যান্ড পালাউ পিটসাইরন প্রশান্ত মহাসাগর রোরাটোঙ্গা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর