Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শার্শায় ফেনসিডিলসহ আইনজীবী আটক


৬ জানুয়ারি ২০২১ ১১:০৮

বেনাপোল: যশোরের শার্শায় ২২ বোতল ফেনসিডিলসহ মিজানুর রহমান বিপ্পব (৪৬) নামে এক আইনজীবীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে উপজেলার টেংরা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

তিনি যশোর কোতয়ালী থানার আব্দুল হালিম রোডের স্টেডিয়াম পাড়ার লুৎফর রহমানের ছেলে ও যশোর কোর্টের আইনজীবী বলে পুলিশ নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আরও দুটি মাদক মামলা আছে।

যশোরের শার্শার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২২ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন