Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেরপুরে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত


৬ জানুয়ারি ২০২১ ১০:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া: শেরপুর উপজেলায় ফরিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ী নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে হত্যাকারীদের সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি তারা।

পুলিশ জানায়, ফরিদুল উপজেলার ছোনকা এলাকার ইতালী গ্রামের মৃত কোরবান আলীর ছেলে। ঘটনার সময় তার স্ত্রী ও সন্তানরা বাড়িতে ছিলো না। তারা ঢাকায় ছিলেন। রাত আটটার দিকে বাড়ির গেটে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

শেরপুর ধুনট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, পুর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। বাড়ির ভেতর লাশ পড়ে ছিলো। ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি।

বিজ্ঞাপন