Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘টু-ফিংগার-টেস্ট’ বেআইনি ঘোষণা পাঞ্জাব আদালতের


৫ জানুয়ারি ২০২১ ১৯:৫৪ | আপডেট: ২৩ মে ২০২২ ১১:৫৯

পাকিস্তানে পাঞ্জাবের একটি প্রাদেশিক আদালত সেখানকার নারীদের কুমারীত্ব পরীক্ষা বন্ধের পক্ষে রায় দিয়েছেন। খবর বিবিসি।

সোমবার (৪ জানুয়ারি) দেশটির নারী অধিকার কর্মীদের আবেদনের প্রেক্ষিতে আদালত এই রায় ঘোষণা করে। দেশটির মানবাধিকার কর্মীদের আশা দ্রুতই সারা দেশে এই আইন কার্যকর করা হবে।

সম্প্রতি, পাকিস্তানের ধর্ষণবিরোধী আইনেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। তবে, কুমারীত্ব পরীক্ষা বা টু ফিঙ্গার টেস্ট বাতিল করা নিয়ে কোনো কথা ওঠেনি।

প্রসঙ্গত, টু ফিঙ্গার টেস্ট মূলত বহু পুরাতন প্রচলিত পরীক্ষা। যেখানে, মেডিকেল অফিসার ধর্ষণের শিকার নারীর যৌনাঙ্গে দুইটি আঙুল প্রবেশ করিয়ে কুমারীত্ব পরীক্ষা করে থাকেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বহুদিন আগেই জানিয়েছে, এই পরীক্ষা কোনো কাজের নয়। বরং, এ ধরনের পরীক্ষার মাধ্যমে নারীদের অপমানই করা হয়।

পাশাপাশি, পাকিস্তানের বেশ কিছু মানবাধিকার সংগঠন দীর্ঘদিন ধরেই কুমারীত্ব পরীক্ষার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিল। তার জের ধরে, পাঞ্জাবের একটি প্রাদেশিক আদালত এই ঐতিহাসিক রায় দিলো।

কুমারীত্ব পরীক্ষা নারী অধিকার কর্মী পাকিস্তান পাঞ্জাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর