Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্যাংকার আটক: তেহরানে প্রতিনিধি দল পাঠাচ্ছে সিউল


৫ জানুয়ারি ২০২১ ১৭:১৬ | আপডেট: ৫ জানুয়ারি ২০২১ ১৭:৫০

পারস্য উপসাগর থেকে আটক করা দক্ষিণ কোরিয়ার ট্যাংকার ফিরিয়ে নিতে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে একটি প্রতিনিধি দল পাঠানো হচ্ছে। রোববার (১০ জানুয়ারি) ওই প্রতিনিধি দলের তেহরানে পৌঁছানোর কথা রয়েছে। খবর আল-জাজিরা।

মঙ্গলবার (৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চই ইয়ং স্যাম।

এদিকে, ওই প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন ব্যাংকে ইরানের আটকে পড়া সাত বিলিয়ন মার্কিন ডলারের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন ওই মুখপাত্র।

এর আগে, সোমবার (৪ জানুয়ারি) রাসায়নিক ছড়িয়ে পারস্য উপসাগর দূষিত করার অভিযোগে দক্ষিণ কোরিয়ার একটি ট্যাংকার আটক করে ইরানের রেভল্যুশনারি গার্ডের নৌ-বাহিনী।

সে সময়, ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম ট্যাংকার আটকের ছবি প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ‘হানকুক চেমি’ ট্যাংকারকে পাহারা দিয়ে নিয়ে আসছে ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনীর স্পিড বোট। ট্যাংকারটিতে ৭২ হাজার টন ইথানল রয়েছে বলে খবরে জানানো হয়েছে। ট্যাংকারের সঙ্গে আটক করা হয়েছে এর ক্রুদেরকেও। এই ক্রুদের মধ্যে দক্ষিণ কোরিয়া ছাড়াও ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এবং মিয়ানমারের নাগরিক রয়েছে। তবে তাদের সংখ্যা কত তা জানানো হয়নি। ট্যাংকারটি রাখা হয়েছে ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসে।

এ ব্যাপারে ব্রিটিশ ফার্ম আম্ব্রি জানিয়েছে, ডিএম শিপিং কোম্পানির মালিকানাধীন দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী ট্যাংকারটি সৌদি আরবের উপকূলীয় শহর জুবাইলের পেট্রোলিয়াম কেমিক্যাল টারমিনাল থেকে যাত্রা শুরু করেছিল। গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর। যাত্রাপথে খুব সম্ভবত হরমুজ প্রণালীতে ট্যাংকারটি ইরানি বাহিনীর হাতে আটক হয়েছে বলে জানিয়েছে সামুদ্রিক পরিবহনের নিরাপত্তা বিষয়ক আরেকটি ফার্ম ড্রায়াড গ্লোবাল।

বিজ্ঞাপন

ইরান ট্যাংকার আটক তেহরান দক্ষিণ কোরিয়া নিষেধাজ্ঞা পারস্য উপসাগর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর