Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন কর্মকর্তাদের গ্রেফতারে ফের ইন্টারপোলের শরণাপন্ন ইরান


৫ জানুয়ারি ২০২১ ১৬:৪৮ | আপডেট: ৫ জানুয়ারি ২০২১ ১৭:১৬

জেনারেল কাশেম সোলাইমানি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ৪৮ মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ পাঠিয়েছে ইরান। খবর আল-জাজিরা।

মঙ্গলবার (৫ জানুয়ারি) ইরানের বিচারবিভাগের মুখপাত্র গোলাম হোসাইন ইসমাইলি এক সংবাদ সম্মেলন থেকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এ ব্যাপারে ওই মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, ইরান সোলাইমানি হত্যাকাণ্ডের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে। এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা এবং বাস্তবায়নে অংশ নেওয়া কর্মকর্তাদের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে দেশটি।

এর আগে, ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাশেম সোলাইমানিসহ আরও কয়েকজনের মৃত্যু হয়।

এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্পসহ মার্কি কর্মকর্তাদের বিরুদ্ধে এ নিয়ে দ্বিতীয় দফা ইন্টারপোল নোটিশ জারির কথা জানালো ইরান। ২০২০ সালের জুন মাসে ইন্টারপোলের মাধ্যমে আরও এক দফা গ্রেফতারের চেষ্টা চালিয়েছিল।

সে সময়, ফ্রান্সভিত্তিক পুলিশ সংস্থা ইন্টারপোল ইরানের ওই আবেদন খারিজ করে দিয়েছিল। ইন্টারপোলের পক্ষ থেকে বলা হয়েছিল – সংস্থাটি রাজনৈতিক, সামরিক, ধর্ম এবং বর্ণ সংক্রান্ত কোনো ইস্যুতে হস্তক্ষেপ করে না।

অন্যদিকে, ইরানের বিচার বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, এই মামলার মূল ক্রীড়ানক ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ শেষ হয়য়ে যাওয়ার পর নতুন কেউ সেই পদে বসলে প্রশাসনিক কারণে তাকে দায়ী করা সমীচীন হবে না।

ইন্টারপোল মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোলাইমানি হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর