Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঊর্ধ্বমুখী মৃত্যুহার, বিপাকে দ. কোরিয়া


৪ জানুয়ারি ২০২১ ১৪:২৯

যে হারে মানুষ মারা যাচ্ছে তার তুলনায় অনেক কম শিশু জন্ম নিচ্ছে দক্ষিণ কোরিয়ায়। এই পরিসংখ্যানে রীতিমতো বিপাকে রয়েছে দেশটি। খবর বিবিসি।

সোমবার (৪ জানুয়ারি) বিবিসি’র প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২০ সালে দক্ষিণ কোরিয়ায় প্রথমবারের মতো এমন ঘটনা ঘটেছে।

এদিকে, বিশ্বে যে সব দেশে জন্মহার সবচেয়ে কম সেই তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া। ২০১৯ সালের তুলনায় দেশটিতে ২০২০ সালে জন্মহার কমেছে ১০ শতাংশ।

দক্ষিণ কোরিয়ায় পরিচালিত এক জরিপ থেকে জানা যায়, ২০২০ সালে দেশটিতে জন্ম নিয়েছে দুই লাখ ৭৫ হাজার ৮০০ শিশু। আর মৃত্যু হয়েছে তিন লাখ ৭ হাজার ৭৬৪ জন মানুষের।

অন্যদিকে, যে কোনো দেশের ওপর ক্রমহ্রাসমান জনসংখ্যা চাপ সৃষ্টি করে। অর্থনৈতিক অবস্থার ওপরও জনসংখ্যা কমে যাওয়ার বিরূপ প্রভাব পড়ে। এমন আশঙ্কা থেকে, দক্ষিণ কোরিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তাদের নীতি নির্ধারণে ‘মৌলিক পরিবর্তন’ আনতে বলা হয়েছে।

প্রসঙ্গত, নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ কোরিয়ায় মোট ৯৮১ জনের মৃত্যু হয়েছে।

দক্ষিণ কোরিয়া বিপাকে মৃত্যুহার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর