Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শার্শায় জমিজমা সংক্রান্ত বিরোধে ভাগ্নের হাতে মামা খুন


২ জানুয়ারি ২০২১ ২০:৩৪

বেনাপোল: পূর্বশত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাগ্নের দায়ের কোপে মামা মুক্তার আলী (৬০) নিহত হয়েছেন। নিহত মুক্তার চাঁদ আলীর ছেলে। খুনি মামুন (৩০) একই গ্রামের মাজহারুলের ছেলে।

শনিবার (২ জানুয়ারি ) বিকালে শার্শা উপজেলার অগ্রভূলাট গ্রামে এ খুনের ঘটনা ঘটে। নাভারন সার্কেল এসপি জুয়েল ইমরান এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে ভাগ্নে মামুনের সঙ্গে মামা মুক্তারের দ্বন্দ্ব চলছিল। এর জেরে শনিবার বিকালে ভাগ্নে মামুন দা দিয়ে মামা মুক্তারকে কোপ দিলে তিনি গুরুতর জখম হন এবং সেখানেই মারা যান। অভিযুক্ত মামুন একাধিক হত্যা মামলার আসামি।

নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

জমিজমা নিহত মামা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর