সামওয়া থেকে শুরু হলো বর্ষবরণ
৩১ ডিসেম্বর ২০২০ ১৮:৩৭ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ১৯:৫৮
২০২০ কে বিদায় জানিয়ে খ্রিস্টীয় নববর্ষ উদযাপন শুরু হয়ে গেছে। গ্রিনিচ মান সময় সকাল ১০টায় প্রথম নতুন বছর বরণ করেছে দ্বীপরাষ্ট্র সামওয়া এবং টোঙ্গা। খবর ডেইলি মিরর।
তারপর, নিউজিল্যান্ডের অকল্যান্ডে আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হয়েছে। করোনা সংক্রমণ মোকাবিলায় দেশটিতে সকল ধরনের বিধিনিষেধ উঠে যাওয়ায় গণজমায়েতে কোনো নিষেধাজ্ঞা ছিল না নিউজিল্যান্ডে।
কিন্তু, নববর্ষ উদযাপনের সবচেয়ে বড় জমায়েতস্থল লন্ডনের টেমস নদীর তীরে এবার কোনো আয়োজন থাকছে না। কারণ, করোনা সংক্রমণ ঠেকাতে দেশটিতে আরোপ করা হয়েছে চতুর্থ মাত্রার সতর্কতা।
সবার শেষে, নববর্ষ উদযাপিত হবে যুক্তরাষ্ট্রের কয়েকটি এলাকায় তার মধ্যে রয়েছে ওয়াশিংটন ডিসি এবং নিউইয়র্ক।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার সিডনি হারবার এলাকায় চলছে কড়া পুলিশি পাহারা। প্রতি বছর নববর্ষ উদযাপনে সেখানে বহু লোকের সমাগম হলেও এ বছর করোনা সংক্রমণের মুখে গণজমায়েত নিষিদ্ধ থাকলেও আতশবাজি চলবে।