Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজ ব্যবস্থাপনায় আইন হচ্ছে


২৮ ডিসেম্বর ২০২০ ২০:০২ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ২১:৫৭

ঢাকা: হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন-২০২০ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৮ ডিসেম্বর) ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

হজ ব্যবস্থাপনায় নীতিমালার পরিবর্তে একটি আইন প্রণয়নের নির্দেশনা ছিল ২০১২ সালের মন্ত্রিসভায়। এর পরিপ্রেক্ষিতে ধর্মমন্ত্রণালয়ের পক্ষ থেকে আইনের খসড়া মন্ত্রিসভায় তোলা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘২০১১ সালে সৌদি আরব টোটাল হজ ব্যবস্থাপনাটি পরিবর্তন করে দিয়েছে। পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াও এখন আইন করে ফেলেছে। হজ ব্যবস্থাপনার সঙ্গে তাল মেলাতে হলে আমাদের রাষ্ট্রীয়ভাবে একটি লিগ্যাল কাঠামো প্রয়োজন।’

সচিব বলেন, ‘এতদিন শুধু একটা নীতিমালার মাধ্যমে হজ ব্যবস্থাপনাটা চলে আসছে। নীতিমালার মাধ্যমে চলার কারণে কিছু অসুবিধা হতো, অভিযুক্তদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেত না। কিছু অ্যাকশন নিলে তারা (হজ ও ওমরাহ এজেন্সি) আবার হাইকোর্টে গিয়ে রিট করে এগুলোর বিরুদ্ধে স্থগিতাদেশ নিয়ে আসত।’

হজ ব্যবস্থা আইন পাস হলে এ খাতে অসঙ্গতিগুলো দূর হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম।

হজ হজ ব্যবস্থাপনা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর