Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভবিষ্যৎ? মৌসুম শেষে দেখা যাবে’-মেসি


২৮ ডিসেম্বর ২০২০ ০৯:০৭ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ১১:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২০ সালের আগস্ট থেকে গুঞ্জন ছিল বার্সেলনা ছাড়তে পারেন লিওনেল মেসি। ক্লাবের সঙ্গে নাকি তাঁর সে সময় কথাবার্তাও পাকাপাকি ছিল। তবে শেষ পর্যন্ত সাবেক বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ মেসিকে ক্লাব ছাড়তে দেননি। আর তা নিয়েই যত জল ঘোলা। ২০২১ সালের জুনে বার্সার সঙ্গে চুক্তি শেষ হতে গেলেও এখন পর্যন্ত নতুন চুক্তি স্বাক্ষর করেননি মেসি। আর এবার লা সেক্সটায় দেওয়া এক্সক্লুসিভ এক সাক্ষাৎকারেও নিজের ভবিষ্যৎ নিয়ে নির্দিষ্ট করে বললেন না কিছুই।

রোববার (২৭ ডিসেম্বর) স্প্যানিশ দৈনিক লা সেক্সটার মেসির এক্সক্লুসিভ সাক্ষাৎকার ছাপা হয়। আগে ধারণা করা হয়েছিল এই সাক্ষাৎকারে মেসি তাঁর ভবিষ্যৎ সম্পর্কে তথ্য জানাবেন। কিন্তু না মেসি এই সাক্ষাৎকারে পরিস্কার করে বলেননি কিছুই। তবে আভাস দিয়েছেন ক্লাব ছাড়তে পারেন মৌসুম শেষে। আবার অন্য এক কথায় বলেছেন বার্সা ছাড়ার কোনো ইচ্ছাই নেই তাঁর।

বিজ্ঞাপন

মেসি বলেন, ‘আমি ওই সময়কার প্রেসিডেন্টকে বারবার বলেছিলাম আমি ক্লাব ছাড়তে চাই। সে সময় তিনি কথা দিলেও পরবর্তীতে তিনি আমাকে ধোকা দিয়েছেন। ব্যুরোফ্যাক্স দিয়ে অফিসিয়ালি জানিয়েছিলাম আমি।’

বার্তোমেউ সঙ্গে মেসির ঘোলাটে সম্পর্ক অদৃশ্য কিছুই ছিল না। সাবেক প্রেসিডেন্ট যে তাকে খারাপ প্রমাণ করতে ব্যস্ত ছিলেন তা নিয়ে গণমাধ্যমে সরাসরি বলতে দ্বিধা করেননি মেসি। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট নানাভাবে আমাকে খলনায়ক প্রমাণ করতে উঠে পড়ে লেগেছিল। ক্লাবে ওই সময় এটা আমার জীবনকে বিষিয়ে তুলেছিল।’

নিজের সম্ভাব্য গন্তব্য নিয়েও মুখ খুলেছেন মেসি। তবে সরাসরি না বললেও মেসি জানিয়েছেন যুক্তরাজ্যের এমএলএস তাঁর অনেক ভালো লাগে। আর সেখানে চ্যালেঞ্জ নিতে চান আর্জেন্টাইন এই খেলোয়াড়। মেসি বলেন, ‘আমি সব সময় আমেরিকার মেজর সকার লিগ দেখে আনন্দিত হই। সেখানে খেলার অভিজ্ঞতা কেমন হবে সেটা নিয়েও আমি অনেক ভাবি।’

তবে এখনই ক্লাব ছাড়ার কোনো সিদ্ধান্ত মেসি নেননি। এ ব্যাপারে মেসি বলেন, ‘আমি নিজেই এখনও পরিস্কার না যে কি করব। মৌসুম শেষে দেখা যাবে কি করা যায়। আমি চাইলেই ১ জানুয়ারি থেকে যেকোনো ক্লাবের সঙ্গে আলোচনা করতে পারি কিন্তু মৌসুম শেষের আগে আমি এসব কিছুই করব না। আমি আসলেই জানি না এখনও যে ক্লাব ছাড়বো নাকি থেকে যাবো আমি ভবিষ্যতে বার্সেলোনা শহরে ফিরতে চাই, ক্লাবের হয়ে কাজ করতে চাই। বার্সা একজন খেলোয়াড়ের থেকেও অনেক অনেক বড়। আমি আশা করছি যে প্রেসিডেন্ট আসবে সে ক্লাবের জন্য ভালো কাজ করবেন।’

বিজ্ঞাপন

আরো