Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীঘিনালায় ব্রিজ ভেঙে কাঠবোঝাই ট্রাকসহ ৩ গাড়ি খালে


২৬ ডিসেম্বর ২০২০ ১৭:০০

খাগড়াছড়ি: জেলার দীঘিনালায় বেইলি ব্রিজ ভেঙে কাঠবোঝাই ট্রাকসহ তিন গাড়ি খালে পড়ে যাওয়ার ঘটনায় আট জন আহত হয়েছেন। তাদের দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দীঘিনালা-লংগদু সড়কের পুরাতন বাজার চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, সকালে লংগদুর দিক থেকে কাঠবোঝাই দু’টি ট্রাক দীঘিনালার দিকে যাচ্ছিল। একসঙ্গে দু’টি কাঠের গাড়ি ব্রিজ অতিক্রম করার সময় পাটাতন ভেঙে গিয়ে খালে পড়ে যায়। এ সময় ট্রাকের পেছনে থাকা যাত্রীবাহী থ্রি-হুইলারটিও খালে পড়ে যায়।

বিজ্ঞাপন

তিনি জানান, অতিরিক্ত মালবোঝাই থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়েছে। তারা সবাই শঙ্কামুক্ত। তবে ব্রিজ ভেঙে যাওয়ায় রাঙ্গামাটির লংগদু উপজেলার সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল জানান, ভাঙা বেইলি ব্রিজ দিয়ে পুনরায় যান চলাচল স্বাভাবিক করতে ৫-৭ দিন সময় লাগতে পারে। কারিগরি দল ইতোমধ্যে মেরামতের কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

আট জন আহত দীঘিনালা বেইলি ব্রিজ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর