Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত


১৭ মার্চ ২০১৮ ০৯:৩৫

।।সৌদি আরব থেকে।।

সৌদি আরবে পূর্বাঞ্চলীয় হাফার আল বাতেন প্রদেশ থেকে রিয়াদ ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন বাংলাদেশি।

স্থানীয় সময় সকালের দিকে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন বাড়ি বাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চক চন্দ্রপুর গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে।

নিহতের স্বজন আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ​তিনি জানান, রিয়াদ থেকে হাফার আল বাতেন বেড়াতে গিয়ে ফেরার পথে গাড়ীর চাকা ফেটে এ ঘটনা ঘটে।

নিহতের লাস রোমা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতরা আশঙ্কামুক্ত হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সারাবাংলা/টিএম/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর