বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ ধরায় ১৬ ভারতীয় জেলে গ্রেফতার
২৪ ডিসেম্বর ২০২০ ১৭:৩৪ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০ ১৭:৩৫
মোংলা: বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ ও মাছ শিকারের অভিযোগে ফিশিং ট্রলার এমভি মঙ্গলচন্ডিসহ ১৬ ভারতীয় জেলেকে গ্রেফতার করেছে মোংলা কোস্টগার্ড জাহাজ অপরাজেয় বাংলা।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশের সমুদ্রসীমার বয়া এলাকা থেকে অনুপ্রবেশের পর তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে অনুপ্রবেশ ও মাছধরার সময় বুধবার মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের টহল জাহাজ অপরাজেয় বাংলা অভিযান চালিয়ে ভারতীয় ফিশিং ট্রলার এমভি মঙ্গলচন্ডিসহ ১৬ জেলেকে আটক করে। পরে ট্রলার সহ তাদের মোংলা থানা পুলিশে সোপর্দ করে।
এসময় তাদের কাছ থেকে জব্দ করা বিপুল পরিমান সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করা হয়েছে। আর জব্দ ট্রলার ও জেলেদের বিরুদ্ধে ১৯৮৩ সালের সমুদ্রসীমা আইনের ২২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার হওয়া ভারতীয় জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে পুলিশ।