Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোশ্যাল মিডিয়া ও ওটিটি নীতিমালা প্রণয়নে কমিটি


২৩ ডিসেম্বর ২০২০ ১৮:৫৫ | আপডেট: ২১ মে ২০২২ ১৫:৫০

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্ম ব্যবহার করে বিজ্ঞাপনসহ বিভিন্ন কন্টেন্ট প্রদর্শনের বিষয়ে ওটিটি নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে তথ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী এ নীতিমালা  প্রণয়নে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) কে সভাপতি ও উপসচিব (টিভি-২)কে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, বাংলাদেশ বেতারের মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একজন উপযুক্ত প্রতিনিধি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একজন উপযুক্ত প্রতিনিধি, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের একজন উপযুক্ত প্রতিনিধি, এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক বাবু, অভিনেতা তারিক আনাম খান, চলচ্চিত্র পরিচালক অমিতাভ রেজা চৌধুরী, চলচ্চিত্রকার ও প্রযোজক পিপলু আর খান, টিভি ড্রামা ডিরেক্টরস গিল্ডের সভাপতি অথবা সাধারণ সম্পাদক বা মনোনীত প্রতিনিধি এবং ব্রডকাস্ট জার্নালিস্ট এসোসিয়েশনের  সভাপতি অথবা সাধারণ সম্পাদক বা মনোনীত প্রতিনিধি।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ কিছুদিন আগে এবিষয়ে একটি কমিটি প্রণয়নের কথা গণমাধ্যমকে জানিয়েছিলেন।

ওটিটি প্ল্যাটফর্ম কমিটি গঠন বিজ্ঞাপন প্রদর্শন সোশ্যাল মিডিয়া

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর