Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা


২২ ডিসেম্বর ২০২০ ২১:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৌলভীবাজার: জেলার শ্রীমঙ্গলে প্রেমিকের ওপর অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন কলেজ শিক্ষার্থী নাছিমা আক্তার।

সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় সিলেটের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

এদিকে, নাছিমা তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, ৮ মাস ধরে প্রেমের সম্পর্ক থাকার পর তার প্রেমিক বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এছাড়াও, বিভিন্ন কারণ দেখিয়ে প্রায় লক্ষাধিক টাকা আত্মসাৎ করে ওই প্রেমিক।

৪৮ জনকে ট্যাগ করে দেওয়া ওই স্ট্যাটাসে নাছিমা আক্ষেপ করে লিখেন, তারা নিচু জাতের এবং প্রেমিক কোটিপতি পরিবারের সন্তান হওয়ার কারণে তার পরিবারের লোকজনের সঙ্গে ফোনে অশালীন আচরণ করা হতো।

বিজ্ঞাপন

এ কারণে, ‘পরিবারে মুখ দেখাতে পারব না’ উল্লেখ করে নাছিমা লিখেন ‘নিজ ইচ্ছায় সুইসাইড করছি’।

এ ব্যাপারে মৃত নাছিমার ভাই জহির রায়হান জানান, শ্রীমঙ্গল উপজেলার কলেজ রোড এলাকার বাসিন্দা আকলাকুল সাইফের সাথে তার বোনের বন্ধুত্ব ছিলো। কিন্তু, তাদের যে প্রেমের সম্পর্ক ছিল তা আগে থেকে তার জানা ছিলো না।

তবে, শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুছ ছালেক সারাবাংলাকে জানান, এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো