Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীঘিনালায় বঙ্গবন্ধু স্কয়ারে দুর্বৃত্তদের হামলা, ছবি ভাঙচুর


২২ ডিসেম্বর ২০২০ ১৮:১৩

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ছোট মেরুং বাজার এলাকায় বঙ্গবন্ধু স্কয়ারে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

২২ ডিসেম্বর (মঙ্গলবার) দিনগত রাতে দুর্বৃত্তরা ব্লেট দিয়ে বঙ্গবন্ধুর কাটা-ছেঁড়া ও বিকৃতি করে বলে জানান স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

এ বিষয়ে মঙ্গলবার বিকাল ৪টায় প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে ১ নং মেরুং ইউনিয়ন (দ.) আওয়ামী লীগ।

দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম ফরাজি বলেন, ‘স্বাধীনতাবিরোধী একটি অপশক্তি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে হাত দিয়ে বাঙালি জাতির ইতিহাসকে কলঙ্কিত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

দীঘিনালা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এফ এম আলমগীর মিয়া বলেন, ‘আমাদের পক্ষ থেকে একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। এ ন্যাক্কারজনক ও ঘৃণিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দীঘিনালা বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর