Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ফোরামের মানববন্ধন


২১ ডিসেম্বর ২০২০ ১৮:৫৫

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর এবং তাকে ‘অবমাননার’ প্রতিবাদে মানববন্ধন করেছেন সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ফোরাম। সোমবার (২১ ডিসেম্বর) সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিল করে মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে মানববন্ধন করেন।

মানববন্ধনে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব জাফর আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধুকে অবমাননা মানে রাষ্ট্রকে অবমাননা। একটি অপশক্তি স্বাধীনতার ৫০ বছর পরে বঙ্গবন্ধুকে অবমানা করছে। দেশ যখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে মুজিববর্ষ পালন করছে, তখন উৎকট কিছু বিষয় জনমনে বিভ্রান্তি তৈরি করছে। কুচক্রী মহল জনগণকে বিভ্রান্ত করে ফায়দা হাসিল করতে চায়।’

বিজ্ঞাপন

সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব নুরুজ্জামান বলেন, ‘১৯৭৫ সালে একবার ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। এখন আবার বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা মানে বঙ্গবন্ধুকে অবমাননা করা। দেশকে অবমাননা, মুক্তিযুদ্ধকে অবমাননা। আমরা সরকারি কর্মচারী, কিন্তু আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের অবস্থান। আমরা চুপ করে থাকব না। ষড়যন্ত্রকারীদের অবশ্যই রুখে দিতে হবে। এই কুচক্রী ষড়যন্ত্রকারীদের রুখতে আমরা রাস্তায় নেমেছি।’

সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) তারিক মাহমুদ মানববন্ধনে বলেন, ‘যারা ইসলামের নামে বঙ্গবন্ধুর আদর্শের চেতনায় আঘাত করতে চায়, তাদের ধিক্কার জানাই। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যই শুধু ভাঙেনি, তারা মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত করেছে। হুঁশিয়ার করে দিতে চাই, নবীর ইসলামের নামে ভাস্কর্য অবমাননা করবেন না।’

বিজ্ঞাপন

কর্মকর্তা-কর্মচারী ফোরাম জাতির পিতা ভাস্কর্য ভাঙচুর মানববন্ধন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর