করোনা: দ. কোরিয়ায় ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু
২১ ডিসেম্বর ২০২০ ১৩:৩৯
দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ২৪ জনের মৃত্যু হয়েছে। খবর এএফপি।
সোমবার (২১ ডিসেম্বর) দেশটির ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি (কেডিসিএ) এ তথ্য জানিয়েছে।
একই সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯২৬ জন। এছাড়াও, সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন ২৭৪ জন।
এ নিয়ে দক্ষিণ কোরিয়া করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ৬৯৮ জন। যা মোট আক্রান্ত ৫০ হাজার জনের ১.৩৮ শতাংশ – জানিয়েছে কেডিসিএ।
এদিকে, নতুন করে গুচ্ছ সংক্রমণ শুরু হওয়ার পর থেকে শারীরিক দূরত্ব মেনে চলার ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিষয়টি তদারকি করতে মাঠে নেমেছে পুলিশ বাহিনী।
এর আগে, দক্ষিণ কোরিয়ার বিরোধী রাজনৈতিক দল এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের পক্ষ থেকে হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের ঢিলেঢালা নীতিনির্ধারণকে দায়ী করা হয়েছে।
অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক সংক্রমণের ইতিহাস থেকে দেখা যায়, বেশিরভাগ সংক্রমণ হয়েছে গুচ্ছ পদ্ধতিতে এবং উপসর্গহীন। রাজধানী সিউলসহ আশেপাশের এলাকায় ব্যাপক করোনা পরীক্ষা শুরু করার মাধ্যমে এ পরিস্থিতি মোকাবিলার প্রাথমিক পরিকল্পনা করেছে কোরিয়া সরকার।
ওদিকে, ২০২১ সালের শুরুতে দেশটিতে অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা টিকা প্রয়োগ শুরু হবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।