Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালেক খোকনের মুক্তিযুদ্ধভিত্তিক নতুন বই অপরাজেয় একাত্তর


২০ ডিসেম্বর ২০২০ ২১:৫১

ঢাকা: বিজয়ের মাসে পেন্সিল পাবলিকেশনস থেকে প্রকাশিত হয়েছে লেখক ও গবেষক সালেক খোকনের মুক্তিযুদ্ধভিত্তিক নতুন বই অপরাজেয় একাত্তর। বইটির প্রচ্ছদ এঁকেছেন তৌহিন হাসান।

পেন্সিল ফাউন্ডেশনের সহ-সভাপতি বদরুল আলম চৌধুরী বুলবুল। মুক্তিযুদ্ধভিত্তিক নতুন এই বইটি নিয়ে পেন্সিল পাবলিকেশনসের পক্ষে তিনি বলেন, “প্রতিষ্ঠার শুরু থেকে পেন্সিল পাবলিকেশনস বাংলা, বাঙালি ও বাঙালি জাতীয়তাবাদকে ধারণ করে এগিয়ে চলেছে। বাংলাদেশের সুবর্ণজয়ন্তী খুবই সন্নিকটে। তাই পেন্সিল পাবলিকেশনস বাঙালির মহান মুক্তিযুদ্ধ, বাঙালি সংস্কৃতি ও বাঙালির ইতিহাসকে কেন্দ্র করে ৫০টি বই প্রকাশের পরিকল্পনা করছে। তারই ধারাবাহিকতায় ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’প্রাপ্ত মুক্তিযুদ্ধ-বিষয়ক গবেষক সালেক খোকন রচিত ‘অপরাজেয় একাত্তর’ বইটি প্রকাশ হলো।”

বিজ্ঞাপন

সালেক খোকন তৃণমূলে মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা কাজে যুক্ত রয়েছেন প্রায় এক যুগেরও বেশি সময় ধরে। তার রচিত যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য গ্রন্থটি ২০১৫ সালে মুক্তিযুদ্ধভিত্তিক মৌলিক গবেষণাগ্রন্থ হিসেবে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক’ পুরস্কার লাভ করে। তার মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থগুলোর মধ্যে ১৯৭১: রক্ত, মাটি ও বীরের গদ্য, ১৯৭১: যাঁদের ত্যাগে এলো স্বাধীনতা, রক্তে রাঙা একাত্তর, ১৯৭১: রক্তমাখা যুদ্ধকথা, যুদ্ধাহতের ভাষ্য , ১৯৭১: যাদের ত্যাগে এলো স্বাধীনতা প্রভৃতি উল্লেখযোগ্য।

অপরাজেয় একাত্তর বইটিতে একাত্তরের পদযাত্রা, নৌ-কমান্ডো শাহজাহান কবিরদের চাঁদপুর অপারেশন, প্যাটেলদের স্বাধীন বাংলা ফুটবল দল, গেরিলা মান্নানদের গ্রীনরোড অপারেশন, রাজারবাগ পুলিশ লাইন্সে শাহজাহানের প্রথম ওয়ারল্যাস ম্যাসেজ, বীরবিক্রম নূরুন্নবী খানের রণাঙ্গনের গদ্য, রুহুল আহম্মদ বাবুর যুদ্ধদিনের গদ্য, রুস্তম আলীদের প্রথম এয়ার অ্যাটাক, ক্যাপ্টেন মাহফুজ আলম বেগ একাত্তরের দুর্ধর্ষ যোদ্ধা, কাশেম মোল্লার অস্ত্র ছিল রেডিও, সমাজ তখন বিশ্বাসই করেনি নারীরা যুদ্ধ করতে পারে, ঢাকায় নান্টুদের গেরিলা অপারেশন- এমন শিরোনামে একাত্তরের উনিশটি বীরত্বের ইতিহাস দুর্লভ আলোকচিত্রসহ তুলে ধরা হয়েছে। ১৫২ পৃষ্ঠার মুক্তিযুদ্ধভিত্তিক এই বইটির মলাট মূল্য ৩৫০টাকা।

বিজ্ঞাপন

অপরাজেয় একাত্তর পেন্সিল সালেক খোকন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর