বন্দরের চাকরিতে চট্টগ্রামকে অগ্রাধিকারে প্রতিমন্ত্রীর ‘না’
২০ ডিসেম্বর ২০২০ ২১:১৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরে চাকরির ক্ষেত্রে চট্টগ্রামের বাসিন্দাদের প্রাধান্য দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এক্ষেত্রে আঞ্চলিকতার কোনো বিষয় নেই।
রোববার (২০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম বন্দর উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে একথা বলেন প্রতিমন্ত্রী। প্রায় দেড় বছর পর শহীদ ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে বন্দর উপদেষ্টা কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বন্দরে চাকরির ক্ষেত্রে চট্টগ্রাম অঞ্চলের লোকদের প্রাধান্যের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম পুরো দেশকে নেতৃত্ব দিচ্ছে। আমরা সবাই চট্টগ্রামের দিকে তাকিয়ে থাকি। এখানে আঞ্চলিকতার কোনো বিষয় নেই। এরপরও উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হবে। তবে অদক্ষ লোকজনকে দায়িত্ব দিতে চাই না। সেটা এখন সম্ভব নয়। নিজেকে আগে যোগ্যতার প্রমাণ দিতে হবে।’
সভায় চট্টগ্রাম বন্দরের সমস্যা ও এগিয়ে নেওয়ার বিষয়ে সভায় আলোচনা হয়েছে জানিয়ে নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘বন্দর ব্যবহারকারী এবং সরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে প্রস্তাবনা এসেছে। তা পর্যালোচনা করে পদক্ষেপ নেওয়া হবে। চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক। তাই এখানকার উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছেন। দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দরের সক্ষমতা অনেক বেড়েছে। বে-টার্মিনালের কাজ চলছে। ২০২১ সালে চালু হবে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল(পিসিটি)। এখানে বিনিয়োগ বাড়ছে। বিদেশি বিনিয়োগ আসছে। আগামী তিন বছরের মধ্যে অন্যরকম হবে চট্টগ্রাম বন্দর।’
চট্টগ্রাম বন্দরকে সচল রাখতে কর্ণফুলী ড্রেজিংয়ের কোনো বিকল্প নেই মন্তব্য করে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিংয়ের জন্য যন্ত্রপাতি কেনা হচ্ছে। বন্দর চালু রাখতে নিয়মিত ড্রেজিং করতে হবে।’
চট্টগ্রাম নগরীর কিছু সড়কের উন্নয়নে চট্টগ্রাম বন্দর ব্যবস্থা নেবে জানিয়ে তিনি বলেন, ‘বন্দর হাসপাতালে ৫০ শয্যার করোনা ইউনিট খোলা হয়েছে। সেটিকে আরও আধুনিকায়ন করা হবে।’
এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শেখ আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
অগ্রাধিকার চট্টগ্রাম চাকরি টপ নিউজ না নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বন্দর