Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে সহকর্মীর ছুরিকাঘাতে গাড়িচালক খুন


২০ ডিসেম্বর ২০২০ ০৮:৪৭

চট্টগ্রাম: নগরীর পাহাড়তলী থানার সাগরিকা রোডে সহকর্মীর ছুরিকাঘাতে এক গাড়িচালক খুন হয়েছেন বলে জানা গেছে। শনিবার (১৯ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটেছে।

নিহত আনোয়ার হোসেন (২০) ফেনী জেলার জনৈক মো. সেলিমের ছেলে। তার বাসা নগরীর সরাইপাড়া এলাকায়।

পুলিশ জানিয়েছে, সেলিম আবুল বিড়ি ফ্যাক্টরির সহযোগী প্রতিষ্ঠান মেরিস সিগারেট কোম্পানির গাড়িচালক ছিলেন। তাকে হামলাকারী মো. রনিও একই প্রতিষ্ঠানের গাড়িচালক।

পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক সারাবাংলাকে বলেন, ‘সাগরিকা রোডের বিডি ফুড কারখানার সামনে আনোয়ার ও রনিসহ কয়েকজন সহকর্মী গল্প করছিলেন। এ সময় তুচ্ছ ঘটনার জেরে রনি আনোয়ারকে ছুরিকাঘাত করেন। আহত আনোয়ারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। রনিকে গ্রেফতারে অভিযান চলছে।

খুন চট্ট-মেট্রো চট্টগ্রাম ছুরিকাঘাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর