Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩ শর্তে আসামির জামিন


১৫ ডিসেম্বর ২০২০ ২০:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় নীলফামারীর এক আসামিকে তিন শর্তে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

শর্তগুলো হলো- জামিনের পর আসামিকে ঢাকায় থাকতে হবে এবং নিয়মিত হাজিরা দিতে হবে; গণমাধ্যমে কথা বলতে পারবে না এবং ছেলে বা আইনজীবীর জিম্মায় থাকতে হবে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) আসামির জামিন আবেদন নিয়ে চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।

মুজাহিদুল ইসলাম শাহীন জানান, নীলফামারীর এই মামলায় মোট আসামি ছিলেন নয় জন। এর মধ্যে একজন মারা গেছেন। বাকি আট জনের মধ্যে চারজন গ্রেফতার আছেন। এই চারজনের মধ্যে আসামি একরামুল হক (৭৮) ইউরোলজি বিষয়ক সমস্যা নিয়ে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিজ্ঞাপন

চিকিৎসার যুক্তিতে আবেদনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন শর্তে তাকে জামিন দিয়েছেন আদালত। এ মামলাটি বর্তমানে অভিযোগ শুনানির জন্য ৭ জানুয়ারি দিন ধার্য রয়েছে।

এ মামলায় আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

আরো