Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙামাটিতে নিরাপত্তাবাহিনীর টহলে হামলা, গুলিতে সন্ত্রাসীর মৃত্যু


১৪ ডিসেম্বর ২০২০ ১৮:০৪

রাঙামাটি: রাঙামাটিতে টহলরত নিরাপত্তা বাহিনী ওপর হামলার ঘটনায় পাল্টা গুলিতে নিহত হয়েছে এক সন্ত্রাসী। সোমবার (১৪ ডিসেম্বর) ভোর রাতে রাঙামাটি সদরের ধূল্যাছড়ি ব্রিজের গোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলাবাহিনী সূত্রে জানা যায়, কাপ্তাই জীবতলি সেনাক্যাম্পের ৭ আরই ব্যাটালিয়ানের সদস্যরা টহলে থাকাকালীন তাদের ওপর হঠাৎ করেই গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। এসময় নিরাপত্তা বাহিনীও নিজেদের আত্মরক্ষায় গুলি চালালে বিল্টন চাকমা (৪৮) নামের এক সন্ত্রাসী নিহত হয়। তার অন্য সহযোগিরা এসময় পালিয়ে যায়।

বিজ্ঞাপন

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিন রাউন্ড গুলিভর্তি ম্যাগজিনসহ একটি রিভলবার উদ্ধার করা হয়। নিহত বিল্টন চাকমা সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (জেএসএস) সদস্য বলে জানা গেছে।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

ধূল্যাছড়ি ব্রিজ রাঙামাটি সন্ত্রাসী হামলার ঘটনা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর