Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা ২৬ মার্চ


১৪ ডিসেম্বর ২০২০ ১০:৪৭ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ১৪:৩৭

ঢাকা : একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যেসব বুদ্ধিজীবী পাকবাহিনী ও তাদের এ দেশিয় দোসরদের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের নামের পূর্ণাঙ্গ তালিকা আগামী ২৬ মার্চ প্রকাশ করা হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ সোমবার সকালে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে বুদ্ধিজীবী বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি বলেন, ১৩ ডিসেম্বর পর্যন্ত আমরা ১২২২ জন বুদ্ধিজীবীর একটি তালিকা প্রকাশ করেছি। আরও যারা যারা শহীদ হয়েছেন তাদের কারও নাম বাদ পড়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এদের সবাইকে নিয়ে পূর্ণাঙ্গ তালিকা ২৬ মার্চ প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, সারাদেশ থেকে বুদ্ধিজীবী হত্যার ইতিহাস সংগ্রহ করছি। চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে ১২২২ জন শহীদ বুদ্ধিজীবীর নামের তালিকা প্রকাশ করা হবে।

পাকবাহিনী মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক শহীদ বুদ্ধিজীবী দিবস

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর