Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৪ ডিসেম্বর ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়: রওশন এরশাদ


১৩ ডিসেম্বর ২০২০ ২০:৫৬

বেগম রওশন এরশাদ, ফাইল ছবি

ঢাকা: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, একাত্তরের ১৪ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে সংযোজিত হয়েছিল এক কলঙ্কজনক অধ্যায়। মুক্তিযুদ্ধে আমাদের বিজয়ের প্রাক্কালে দখলদার পাকিস্তানি বাহিনী ও তার দোসররা পরাজয় নিশ্চিত জেনে মেতে ওঠে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে। প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা হত্যা করে জাতির অনেক কৃতি সন্তানকে।

রোববার (১৩ ডিসেম্বর) জাতীয় বুদ্ধিজীবি দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বাণীতে রওশন এরশাদ বলেন, ‘আমাদের জাতীয় জীবনের একটি শোকাবহ দিন আজ। হত্যাকাণ্ডের শিকার হওয়া শহীদ বুদ্ধিজীবীরা তাদের মেধা, সৃজনশীলতা, জ্ঞান ও দক্ষতা দ্বারা স্বাধীন বাংলাদেশকে আরও সমৃদ্ধ করতে পারতেন। কিন্তু ঘাতকের নির্মমতায় তারা সেটি পারেননি।’

বিজয়ের চূড়ান্তক্ষণে শাহাদত বরণকারী বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘শহীদ বুদ্ধিজীবীদের আত্নত্যাগ তখনই স্বার্থক হবে, যখন আমরা তাঁদের স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে পারব।’ শহীদ বুদ্ধিজীবী দিবসে সকলেই মিলেমিশে দেশপ্রেমে উদ্ধুব্ধ হয়ে একসাথে কাজ করে যাবে- এমনই প্রত্যাশা করেন তিনি।

১৪ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী বিজয়ের প্রাক্কালে মুক্তিযুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর